ত্রাণ বিতরণ না করায় চেয়ারম্যানকে শোকজ
এস কে রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটনকে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণের চাল (জিআর) বিতরণ না করার কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মেহেদী হাসান। নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নের বন্যা দুর্গত ১০ হাজার পাঁচশ’ পরিবারের জন্য দুই দফায় মোট ২৮.৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে পুটিমারী ইউনিয়নে দেড় মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন চাল উত্তোলন করে বিতরণ করেননি। যা দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ অনুসারে দুর্যোগকালীন দায়িত্ব অবহেলার সামিল।
চেয়ারম্যানকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও এস এম মেহেদী হাসান।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।