চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের সন্ন্যাসী সংকল্পে শ্রীপাটে ধূপ প্রদান অনুষ্ঠিত পাবনায়
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলা মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে আজ থেকে পাবনায় সনাতন হিন্দু ধর্মালম্বীরা দেবতার মনতুষ্টি সম্পাদনার প্রয়াসে আনুষ্ঠানিক ভাবে শ্রীপাটে ধূপ প্রদান করেছে।
এ উপলক্ষে সকালে পাবনা শহরের জুবলিট্যাংক পাড়ার লক্ষীসাগর নামের পুকুর পাড়ে শ্রীপাটে ধূপ প্রদান ও পূজা অর্চনা করে। এ ক্রিয়াকর্মে বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সন্ন্যাসীসহ অসংখ্য নারী ও পুরুষ অংশ নেন। এ পূজা অর্চনার মধ্য দিয়ে মূলত আজ (মঙ্গলবার) থেকে একজন পুরোহিত সহ ১৩ জন সন্ন্যাসী সংকল্পে আবদ্ধ হবেন। যে, পূজা শেষ না হওয়া পর্যন্ত (১লা বৈশাখ বিকেল ৫টা) অবধি তারা সকল প্রকার জাগতিক কর্ম থেকে নিজেদের বিরত রাখবেন। এবং চৈত্র মাসের ২৮ তারিখ পর্যন্ত শ্রীপাট নিয়ে সন্ন্যাসীগণ বিভিন্ন এলাকার বাড়ী বাড়ী গিয়ে ভক্তদের মঙ্গল কামনা করবেন।