ছাত্রদল সভাপতি রাজীবসহ আটক ৩

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দেওয়ার রায় নিয়ে প্রতিবাদ প্রদর্শন করার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করে পল্টন থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করেন। এতে বিএনপির চেয়ারপারসনকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!