ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারীর উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ আসনের সম্ভব প্রার্থীদের তোরজোর শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ধানমন্ডি স্টার কাবাবে শরীয়তপুর-৩ অাসনবাসীর সম্মানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারীর উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিনে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম বেপারীর সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অাবুল মুনসুর অাজাদ ভিপি শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ অাওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য মারুফা অাক্তার পপি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, অ্যাডভোকেট নাভানা অাক্তার এমপি, অাইএফঅাইসি ব্যাংকের সাবেক এমডি মোশারফ হোসেন মিয়া, সাবেক প্রধান বন রক্ষক ইউনুস অালী, অতিরিক্ত সচিব অাক্তার হোসেন ও অানিসুর রহমান, শিল্পপতি খালেদ রহমান সিকদার, অাজাদ প্রোডাক্টসের চেয়ারম্যান অাবুল কালাম অাজাদ, গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, মুক্তিযোদ্ধা ইকবাল অাহম্মেদ বাচ্চু ছৈয়াল, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, ইউপি চেয়ারম্যান সমিতির মহাসচিব অাব্দুর রাজ্জাক পিন্টু, ডামুড্যা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ভিপি বোরহান মাদবর, শিধলকুড়া ইউপি চেয়ারম্যান জানে অালম খোকন, দারুল অামান ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন খান, জেলা ছাত্রলীগের অাহবায়ক মহসিন মাদবর, এছাড়াও অংশগ্রহন করেন, শরীয়তপুর জেলা অাইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডডভোকেট অাবু সাইদ, বর্তমান সাধারন সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান মাহমুদ, যুবলীগের কেন্দ্রীয় উপ-স্বাস্থ্য সম্পাদক ডা.হেলাল উদ্দিন, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক মাসুম হাওলাদার, নির্বাহী সদস্য সৈয়দ বোরহান উদ্দিন, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার রেফায়েতুল করিম লেনিন, রাজু অাহমেদ, এম. মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে প্রায় দুই সহাস্রাধিক লোক অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য বাহাদুর বেপারী শরীয়তপুরের জন্য অার্শিবাদ। অামরা তাঁর পাশে ছিলাম, অাছি ও ভবিষ্যতেও থাকবো। অামরা দেশরত্ন শেখ হাসিনার কাছে অনুরোধ করবো তাঁকে (বাহাদুর বেপারী) কে যেন অাগামী একাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ,ডামুড্যা ও গোসাইরহাট) থেকে অাওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়। অামরা কথা দিচ্ছি বাহাদুর বেপারীকে অামরা বিজয়ী করবো।
এসময় বাহাদুর বেপারীও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!