বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দু’গ্রুপের সংঘর্ষে এক ছাত্র নিহত
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দু’গ্রুপের কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষে মাসুম সিকদার নামে এক ছাত্র নিহত হয়েছে। গত শনিবার দুপুরে কমিটিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ রবিবার বেলা ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই কলেজের ১ম বর্ষে ছাত্র। নিহত ছাত্র কালিহাতী উপজেলার বাড্ডা গ্রামের হযরত আলীর ছেলে। স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষে ছাত্ররা সোসাইটি অব বিটেক স্টুডেন্ট (এস.বি.এস.) নামে গত শুক্রবার কমিটি গঠন করে । বিষয়টি জানাজানি হলে পরদিন শনিবার দুপুরে ১ম বর্ষ ও ২য় বর্ষে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে।
এতে ওই কমিটির সভাপতি ১ম বর্ষে শিক্ষার্থী আশরাফুল এবং সাধারন সম্পাদক মাসুম সিকদার আহত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু মাসুম সিকদারের অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. মো.আতাউল ইসলাম জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে ১ম ও ২য় বর্ষে শিক্ষার্থীদের মধ্যে শনিবার দুপুরে সংঘর্ষে ঘটনা ঘটে।
এঘটনায় কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।