টাঙ্গাইলে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগানের মধ্য দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর হামিদ ফিলিং স্টেশনে চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ১৬ ই জানুয়ারি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ও টাঙ্গাইল জেলা পেট্রোল ও সিএনজি মালিক সমিতি এ আয়োজন করে।
টাঙ্গাইল জেলা পেট্রোল ও সিএনজি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এস এম বাদশাহের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ কামাল হোসেন। বিশেষ আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল সদর পুলিশ ফাড়ির ইনচার্জ আরিফ ফয়সাল, টাঙ্গাইল সদর থানার পরিদর্শক অপারেশন সাদিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সবুর ফিলিং স্টেশনর মালিক আলহাজ্ব এম এ সবুর, নাহার গার্ডেন এর মালিক এস এম সফি, টাঙ্গাইল ফিলিং স্টেশনের মালিক শামসুজ্জামান সজিব, তারা ফিলিং স্টেশনের মালিক মোঃ রাসেল, তৌহিদ ফিলিং স্টেশনের মালিক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।