জি. আর. হায়দার এর কবিতা- ছোট্ট জীবন
ছোট্ট জীবন!
– জি. আর. হায়দার
ছোট্ট জীবন ফুরিয়ে যাবে
সময়ের তালে পড়ে
আপন জনও ভুলে রবে
মনে রাখবে না ধরে!
কোন আশায় কোন ভাবনায়
স্বপ্নে বিভোর থাকো
সামনের পথ বড়ই কঠিন
জেনে-বুঝে রাখো।
ভালো মন্দের বিচারে প্রভু
হিসেব কষে নিবেন
সব কিছুরই বদলা তিনি
নিজের হাতে দিবেন।