সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠনের ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর ২০২০ খ্রীঃ) রাত ০১.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ- অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুলস্থ হানিফ হোটেলেরসামনে হইতে শাহাজাদপুর থানার মামলা নং-১৮,তারিখ ২১-১১-২০২০,ধারা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশধোনী/১৩)এর৮/৯/১০০/১১ এর পলাতক আসামী সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠনের ০১ জন সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়া তাহার নিকট থেকে ০১টি জিহাদী বই, ০১টি তালেবানি বই ও ০৭টি জিহাদী লিফলেট উদ্বার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃজুয়েল রানা (২০),পিতা- মোŦ সিরাজউদ্দিন, সাং- দাড়ামুদা পশ্চিমপাড়া, থানা-সাথিয়া, জেলা-পাবনা।
গ্রেফতারকৃত আসামীকে বিধিমোতাবেক জিজ্ঞাসাবাদ ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আাসামীকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের জঙ্গি বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
(প্রেস বিজ্ঞপ্তি)