জন্মই আজন্ম পাপ
জন্মই আজন্ম পাপ
শাহিন মামুন
জন্মই আমার আজন্ম পাপ।
যদি জন্মই আমার জন্ম পাপ না হবে
তবে আমি নবজাতক শিশুর
কেন দেখিতে হলো এক ক্ষুদ্ধ বাংলাদেশ?
জন্মই যদি আজন্ম পাপ না হবে
তবে কেন আমি শিশুর জন্মের পরই
রক্ত মাখা দেহে মায়ের আদর ছেড়ে
কন কনে শীতে সারারাত ভরে রাস্তার পাশে?
জন্মই আমার আজন্ম পাপ।
তাই বুঝি প্রভু নিয়ে গেল মোর দেহ খানি তুলে
পৃথিবীর আলো দেখার মাত্র একদিন পরেই।
তবুও আমি শিশু চির কৃতজ্ঞ প্রভুর কাছে।
কারন, আমি শিশুর আগামীর পরিচয় হতো
তোমার সভ্য পৃথিবীর কাছে
পালক পুত্র নয় তো জারজ নামে।
তবে বিদায় বেলায় ধিক্কার তাদের
যারা ক্ষণিকের ভালোবাসায় ব্যাভিচারে মেতে
এনেছিল আমি শিশুকে পৃথিবীর বুকে
অতঃপর নিজের সম্মান বাচাঁতে
ফেলে গেল রাস্তার পাশে জারজ পরিচয়ে।