মোল্লা মো: জমির উদ্দএর কবিতা- জলপরিদের দেশে
জলপরিদের দেশে
মোল্লা মো: জমির উদ্দিন
জলপরিরা আসত ভেসে
রোজই সন্ধ্যা ভেলা
সন্ধ্যা হলেই পানির ভিতর
উঠত জ্বলে
কোটি আলোর মেলা।
সারি সারি চেয়ারগুলো
সাজানো গোছানো থাকে
রোজই বিকেল বেলা
ভীড় জমে যায় পর্জটকে
লোকেরা সব দেখবে
এবার জলপরিদের খেলা।
জায়গাটা তো বেশ
নেভি গেটের পাশে
জলের নিচে দেখছে সবাই
পারে উঠে আসছে
এবার জলপরিদের দেশ।
কর্নফুলী নদীর ভিতর
করছে খেলা জলপরিরা
বাহারি সাজে ডাকছে সবাই
কে কে আসবি আয়
যে গল্পটা শুনেছি ছোট্ট বেলা
হাড়িয়ে যাওয়া খেলার সাথী
খুজতে এসে মনটা আজি
হাড়িয়ে যেতে চাই।
কর্নফুলি নদীর ওপার
এমনই একটা শহর আছে
দিনের বেলায় আনোয়ারা
সন্ধ্যা হলে জলপরিরা
শহরটারে হ্যাচকা টানে
কর্নফুলী নদীর নিচে
নামিয়ে নিয়ে যায়।
ছোট্র বেলায় চাচা
আমায় ভয় দেখাতেন
জলে নামতে বাড়ন
জলপরিরা ধরে নিলে
থাকতে হবে সারাজীবন
আজ বুঝেছি এমনই হয়
জলপরীদের দেশে।