জল রঙ
জল রঙ
সেলিনা জাহান প্রিয়া
জল রঙে আঁকা মায়াবী চোখ নিজেকে
খুঁজতে গিয়ে আমি পেয়েছি একটি নাম
তোমারই দেয়া সেই নামে আমি আজ !
অথচ তুমি কতোদূর হেঁটে চলে গেলে
শব্দহীন আমাকে তা বলোনি ।
তুমি একটা উন্মাদ! জলের মতো !
আজো যে রঙের কোন রঙ নাই
শুধু শব্দ করে গেছে স্পন্দনযন্ত্র খুব জোড়ে!
ভাবি – আমিও কি তবে পথ হারালাম?
সেই জল রঙের পথে পথে !
সেই কবে গোধুলি লগ্নে শুনেছি তোমার কণ্ঠস্বর
ঝড়-বন্যা পাড়ি দিয়ে, নীশিরাত গান গেয়ে
আমি এসেছি এতদূর!
তোমার নিঃশ্বাসে মিশে যেতে চাই
কিন্তু তোমার মাঝে শুধু আমার রঙ
নাকি তোমার জল রঙে আমি হারাই !
প্রেমের চুম্বনে কোন রঙ নেই
দু’টি হৃদয়ের মান মন্দির নির্মিত হয়
পূর্ণিমার চাঁদের মতো কিন্তু
তোমার চুম্বনে আমি রঙ হারাই
তোমার রঙে আমি জল রঙ হই আরশিতে !
সন্ধ্যার নির্জন প্রার্থনা সঙ্গীতের মতো।
অনন্ত নক্ষত্ররাজি, বিস্তীর্ণ জলরাশি মাঝে
আমি তোমার জল রঙে চাঁদ হয়ে উঠি
আমাদের সাক্ষাতের-হাজারো বছরের পুরনো কাব্য
এখনো টিকে আছে অজ্ঞাতসরে সকল জল রঙে !
ঝরে যাওয়া নিঝুম সন্ধ্যাতারায় চেয়ে থাকি
শুকনো পাতাঝরা বনে তোমার পথ দেখি
হাতের চুড়ি গুলো সব রঙ হারায় কোন নেশায় ?
জলের মত রঙ তবু জল সে নয়
জলের মত যতকিছু বহতা নদীর জলে
ভালবাসায় ডুবেছি জল রঙে জলে ।
পরিপূর্ণ সমুদ্র জোয়ারের জলে কি রঙ ?
আমার বক্ষপটে যে পূর্ণিমা লুকোনো তাঁর কি রঙ ?
বিশ্বাস করো
তোমার বিশ্বস্ত সূর্যের মত
এই মেঘের পশ্চিমাংশের
হেলে পড়া সূর্যের মত
আমি ডুবে যেতে চাই
তোমার জল রঙে নিজের মতো করে
আমি তোমার জল রঙে নিজের কব্য হই ।