শাহিন মামুন এর কবিতা- জাত-ধর্ম
জাত-ধর্ম
-শাহিন মামুন
হে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্ঠান
তোমরা তো অনেক গর্বিত
তোমাদের ধর্ম জাত নিয়ে
তবে বুকে হাত দিয়ে বলতো দেখি
তোমাদের যে গড়িয়াছেন আদম জাত করে
তোমাদের যে দেখিয়েছেন
আলো বাতাস এই বিশ্ব জাহানে
সেই একমাত্র স্রষ্টা তোমাদের
যার নাম দিয়েছো তোমরাই
ইশ্বর আল্লাহ ভগবান
তার জাত ধর্মের নাম কি?
ওহে হিন্দু-মুসলিম আর বৌদ্ধ-খ্রিষ্টান আদমেরা!
ধর্ম আর জাতের নামে ফনদি-ফিকির আর কতদিন?
হিন্দু-মুসলিম আর বৌদ্ধ-খ্রিস্টান
হয় যদি তোমাদের জাতের পরিচয়
তবে কেন দেখি হিন্দুর মাঝে ব্রাহ্মণ-কায়স্থ-ক্ষত্রীয়-নমঃশুদ্ধ
মুসলিমের মাঝে শিয়া সুন্নি আর আহলে হাদিস
বৌদ্ধের মাঝে লাল হলুদ গেরুয়ায় ধার্মিকের তফেৎ
খ্রিস্টান!সেখানেও করেছে ধর্ম তিন জাতের বিভেদ
প্রোটেস্টাইন,অর্থডোক্স আর ক্যাথলিক।
হিন্দু ধর্মে ব্রাহ্মণ ছাড়া সবাই নিচু জাতের
অহিংস পরম ধর্ম বলে সর্ব বৌদ্ধ মানবে।
মুসলিম ধর্মে শিয়া সুন্নি যেন সৎ ভাই
খ্রিস্টান ধর্মে ক্যাথলিকরা মানবতাবাদি
প্রটেস্টাইন -অর্থডোক্স তাদের কাছে কিছু নয়।
তাই ধর্ম যদি হয় মানুষের তরে
তবে সেই ধর্মকে করেছে মানুষ পরাজয়
মানুষ হয়নি কভু ধর্মের দাসী
ধর্মই হয়েছে মানুষের দাস।
তাই কবি আজ বলি উচ্চস্বরে হায়
ধর্ম আর জাতের নামে বজ্জাতি আর কত দিন ভাই?
মানুষের জাত মানুষ,ধর্ম তার মানবতাবাদ।