চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান স্ত্রীর জানাযা ও দাফন অনুষ্ঠিত।
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লার স্ত্রীর জানাযা ও দাফন কার্য সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকাল ৯ টায় দিনাজপুর ইন্সষ্টিটিউট মাঠ এবং চিরিরবন্দর উপজেলার দারুল ফালাহ মাদ্রাসা মাঠে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সম্পাদক আখতারুজ্জামান মিয়া,জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর আলম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর লুৎফর রহমান,সম্পাদক সাখাওয়াত হোসেন, পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সহ জেলা জামাত-ই-ইসলামী, আওয়ামীলীগ,বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
এরপর নিজ গ্রাম চিরিরবন্দর উপজেলার দূর্গাপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মৃতের দাফন কার্য সম্পন্ন হয়।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।