জামালপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘মানুষ মানুষের জন্য’ প্রতিপাদ্যে সুবিধা বঞ্চিত অবহেলিত অটিস্টিক ও প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশের ন্যায় জামালপুরে ‘শাহ্ মোঃ আমজাদ হোসেন আল্ কাদ্রী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়’র শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
অটিস্টিকদের কল্যাণে নিরবিচ্ছিন্ন ও উদ্ভাবনীমূলক কাজের স্বীকৃতিস্বরুপ আন্তর্জাতিক চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০১৭ প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর অটিজম ও প্রতিবন্ধী বিষয়ক বিশ্বব্যাপী কার্যক্রমের সকল সুবিধা বাংলাদেশের প্রতিটি প্রতিবন্ধীর জীবনে পৌছে দেওয়ার লক্ষ্যে রান ডেভলোপমেন্ট সোসাইটি’র অর্থায়ন ও সার্বির সহযোগিতায় জেলার জামালপুর সদর উপজেলার পূর্ব বাঁশচড়া ইউনিয়নে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে গত শনিবার বিকালে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী (কামরুল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিদ্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব মোঃ রেজাউল করিম হীরা এমপি।
ঝাওলা গোপালপুর কলেজের প্রভাষক রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রান ডেভেলপমেন্ট সোসাইটি’র উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন, মহাসচিব গাওছুল আজম শিমু, ডাইরেক্টর ফিনান্স ও রান সিকিউরিটি সার্ভিসেস লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মো. রেজাউল করিম রেজা, এন্টি ড্রাগ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী রেজা, আজগড়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় ও লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আমিনুল ইসলাম তালুকদার (নিক্সন), এক্সিকিউটিভ ডিরেক্টর ইলিয়াস রাজ, বাঁশচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের (খোকা মাস্টার), সাধারণ সম্পাদক আনোয়ার সাদাৎ, স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান মো. শাহ্জাহান আলী তালুকদার, নরুন্দি তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর আনছার আলী ও আইডিয়াল ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সহস্রাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।