জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বই মেলায় প্রদর্শিত হবে ড. করীমের দু’টি বই
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বই মেলায় প্রদর্শণীর জন্য বাংলাদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ড. আনোয়ারুল করীম বিরচিত The Ballad of a Patriot এবং Water and Culture in Bangladesh নির্বাচিত হয়েছে। আগামী ১৪ অক্টোবর ২০২০ এই আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হবে। The Ballad of a Patriot বঙ্গবন্ধুর দুঃসাহসিক জীবন ও কর্মকান্ডের ওপর একজন দেশ প্রেমিকের জয়গাঁথা হিসেবে লিখিত।
The Ballad of a Patriot গ্রন্থটি গত আগস্ট ২০২০ সালে বীকন পাবলিকেশনস, ঢাকা কর্তৃক প্রকাশিত। Water and Culture in Bangladesh ২০১৬ সালে প্রকাশিত। গ্রন্থ দু’টি ইতোমধ্যে বাংলাদেশসহ বিদেশে সুনাম অর্জন করেছে এবং পন্ডিতদের কাছে সমাদৃত হয়েছে।
প্রফেসর ড. করীম হার্ভার্ড বিশ্ববিদ্যালয় Divinity School এ ভিজিটিং স্কলার হিসেবে যুক্তি ছিলেন। বর্তমানে তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর অধ্যাপক, উপদেষ্টা এবং বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।