অয়ন সাঈদ এর কবিতা-জাহাজের পাল কাটে স্বদেশী ইঁদুর

জাহাজের পাল কাটে স্বদেশী ইঁদুর 
———————————-  অয়ন সাঈদ

সালফার পটাশের গন্ধে স্থবির-গ্রহপথ, চার নম্বর সেক্টর কমলগঞ্জ;
ধলাই নদী-তীরে মুক্তিযোদ্ধারা উল্লাসে মেতে উঠেছে
আজিজ দা গুলি ছুড়লেন, কুখ্যাত পাক ক্যাপ্টেন শের খান-
মুহূর্তেই লুটিয়ে পড়ল। দেশজুড়ে অগনিত অব্যর্থ মিশন শেষে
মাদারীপুরে মুক্তিযোদ্ধা নীরুও বীরদর্পে বাড়ি ফিরেছিলেন; অথচ
বিজয়ের তিন বছর পর, দুর্বৃত্তের আঘাতে শহীদ হলেন তিনি!

দুপুর রাতে বিষন্ন চোখে আজিজ দা, একাই হাটতে হাটতে-
ধলাই নদীর চুল ঘেষে দাড়ালেন।
হায়! সুখ স্মৃতিগুলো তার দিকে নিঃশব্দে চেয়ে আছে,
স্থবির গ্রহপথ ঘুরে আসে সেই মুমূর্ষ স্মৃতির দঙ্গল;
অভিনব নৈরাজ্যে, ভাসতে ভাসতে জাহাজের পাল কাটে স্বদেশী ইঁদুর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!