খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার ঝটিকা পরিদর্শন।।
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুর জেলার খানাসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন ঝটিকা অভিযানের পর এবার যুক্ত হলো গরীব দু:খি লোকদের অবস্থা পরিদর্শনের। তিনি ছুটির দিনে আশ্রয়ন, গুচ্ছগ্রাম সহ উপজেলার বিভিন্ন গ্রামের পিছিয়ে পড়া মানুষদের অবস্থা পরিদর্শনে বের হন। কিভাবে আয় বর্ধনশীল কাজের মাধ্যমে মানুষের দারিদ্র বিমোচন সম্ভব সে সম্পর্কে তিনি তাদের পরামর্শ দেন।
এরই মধ্যে ভূমিহীন, আশ্রয়হীন এবং খেটে খাওয়া মানুষদের অবস্থা জানার জন্য তিনি একদিন খামারপাড়া ডাংগাপাড়া আশ্রয়নে যান। আশ্রায়নের এক গ্রামীন মহিলা গরু মোটাতাজা করনের মাধ্যমে তার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের গল্প উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শোনান। সে বলে, “মুই মোর গরুডাক মানুষ করি মোর বেটিক বেচি খায়ছি”। মহিলাটি এও জানান, “গরুটাকে মানুষ করা মেনে নিতে পারলাম, কিন্তু বেটিকে বেচে খাওয়া মানতে পারিনি”।
খানসামা উপজেলার নির্বাহী কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্ঠা এবং আন্তরিকতায় অত্র উপজেলায় বাল্য বিবাহ, মাদক সেবন ও মাদক ব্যবসা পুরো নির্মূল না হলেও অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। বিশেষ করে তারুণ্যের জোয়ারে খানসামায় আজ জয়জয়কার।
কয়েকজন তরুণের সাথে আলাপচারিতায় জানা যায়, তিনি খানসামা উপজেলায় সমাজ বিরোধী কর্মকান্ড রোধ এবং যুব সমাজকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি রুটিন মাফিক ছাড়াও ছুটির দিনে বিভিন্ন হাট-বাজার, গ্রাম, মহল্লায় ছুটছেন খেটে খাওয়া কর্মজীবিদের চিত্র সচক্ষে দেখার জন্য। তিনি আধুনিক সভ্য সমাজ গঠনে রোল মডেল হয়ে আছেন। খানসামা উপজেলাবাসী তার মতো একজন অভিভাবক পেয়ে গর্ববোধ করছেন।