টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ৭ বছরের সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে টাঙ্গাইল সেটেলম্যান্ট অফিসের সামনে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা এসে সমবেত হন। পরে ঝটিকা মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সহ-সভাপতি এস. এম আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।