টাংগাইলের সাদত কলেজে ৭মার্চের ভাষণ উপলক্ষ্যে আনন্দ শোভা যাত্রা
আনোয়ার পাশা, সখীপুর(টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশের স্বাধীনতা এসেছে যে ভাষণের মাধ্যমে আজ সেই ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের আজকের এই দিনে বাংগালী জাতির পিতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বংগবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন।
এই ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে টাংগাইলের সরকারী সাদত কলেজে এক বণাঢ্য আনন্দ শোভা যাত্রা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, উপাধক্ষ্য প্রফেসর আলীম মাহমুদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মুস্তাফিজুর রহমান, সমাজ কর্ম বিভাগের শিক্ষক আবিদ আহাদ তালুকদার ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের কলেজ শাখা নেতা রতন মিয়া, ফারুক, আল আমিন সহ অন্যান্যরা।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।