টাঙ্গাইলের কালিহাতীতে বাস খাদে পড়ে নিহত ২॥ আহত ৩০
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে প্রান্তিক পরিবহনের (ঢাকা মেট্রো-জ ১১-১০০০) একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে । এতে ঘটনা স্থলেই দু’জনরে মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েেছ কমপক্ষে ৩০জন।
আহতদরে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়ছে। আজ ১৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে কালিহাতী থানা অফিসার ইনর্চাজ মোশারফ হোসনে জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তকি পরবিহনরে একটি যাত্রীবাহী বাস বাংড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়করে পাশে উল্টে পড়। এতে ঘটনাস্থলে দুইজনরে মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েেছ অন্তত ৩০ জন। এদরে মধ্যে ৮ জনরে অবস্থা আশঙ্কাজনক। আহতদরে উদ্ধার করে কালহিাতী স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ২ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে সমাপ্ত করে।
হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।