টাঙ্গাইলের ভুঞাপুরে কিটনাষক ও বিষমুক্ত সবজি উৎপাদনে সাফল্য
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলাকে অনেকেই সবজি ভান্ডার হিসাবে মনে করে থাকে। সবজি ভান্ডার হিসেবে রয়েছে এ এলাকার রয়েছে অনেক সুনাম। যমুনা নদীর দ্বীপ চড় সহ উপজেলার সব এলাকাতেই ব্যাপকহারে হয় নানা সবজি চাষ। এই সবজি উপজেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ অন্য জেলা গুলোতে সরবরাহ করা হয়ে থাকে।
কৃষি সম্পসারন কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, এবছর প্রথম ভুঞাপুর কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে জৈবসার প্রয়োগ করে চাষিরা কিটনাষক ও বিষ মুক্ত সবজী উৎপাদনে সাফল্য পেয়েছেন। সেইসাথে অধিক ফলন হওয়াতে বেশী লাভের মুখ দেখছেন চাষিরা।