টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক এজেন্ডা এবং বাংলাদেশের বৈশ্বিক উন্নয়ন প্রেক্ষিত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টেকসই উন্নয়নে অভীষ্ট প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্যোগে এবং সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর সহযোগিতায় ”বৈশ্বিক এজেন্ডা ২০৩০ এবং বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষিত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ০১ এপ্রিল সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য অর্থনীতিবিদ এবং সিপিডি’র ডিসটিংগুয়িশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন। সেমিনার সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মুজিব।