টাঙ্গাইলের সখীপুরে ভোটকেন্দ্রে নৌকার এজেন্ট’র মৃত্যু
আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের সখীপুরে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আজহারুল ইসলাম রাজা (৪২) নামের এক ইউপি সদস্য মারা গেছেন।রোববার (৩১ মার্চ) সকালের দিকে উপজেলার যুগীরকোঠা পূর্বপাড়া ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। নিহত রাজা উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ভোট কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।কেন্দ্রের প্রিজাইডিং
কর্মকর্তা পার্থ স্বারথী গোস্বামী জানান, ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক পরই কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন ওই ইউপি সদস্য।পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজার মৃত্যু হয়েছে। আগে থেকেই তিনি হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন।