টাঙ্গাইলের ৮টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলছে। ৩০ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী): আওয়ামী লীগ প্রার্থী ড. আব্দুর রাজ্জাক নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮০ হাজার ২৯২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৪৪০ ভোট।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর): আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনির নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৯৯ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক নিয়ে ৯ হাজার ৮৮৯ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৫৭০ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী): আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২৪ হাজার ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী লিয়াকত আলী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৩৮৮ ভোট।
টাঙ্গাইল-৫ (সদর): আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে ১৪৯ হাজার ৩৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৯৯২ ভোট।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটু নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৮০ হাজার ২২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গৌতম চক্রবর্তী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৫৫৯ ভোট।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আওয়ামী লীগ প্রার্থী একাব্বর হোসেন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬৪ হাজার ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীক পেয়েছেন ৮৭ হাজার ৯৪৯ ভোট।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর): আওয়ামী লীগ প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৭৬হাজার ৬৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ১৪৪ ভোট।