টাঙ্গাইলে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী সোহেল হাজারী জয়ী

 

 

শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দশম জাতীয় সংসদের টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান ওরফে সোহেল হাজারী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এক ১ লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট পান।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস আম প্রতীকে পেয়েছেন ১৬৯৬ ভোট। এছাড়া নির্বাচনে অপর প্রার্থী আতাউর রহমান খান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১৩২০ ভোট।

৩১ জানুয়ারী মঙ্গলবার রাত পৌনে ৮টায় কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনের নির্বাচনী কন্ট্রোল রুমে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম মোট ১০৬টি কেন্দ্রের প্রাপ্ত ফল ঘোষণা করেন। এসময় তাজুল ইসলাম জানান, নির্বাচনে বল্লভবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রটি বাতিল করে জাল ভোট দেয়ার অভিযোগে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাধব চন্দ্র ঘোষকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, সরকার দলীয় রাজনীতিক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ধর্মবিরোধী বক্তব্য দেয়ার পর সংসদ থেকে পদত্যাগ করলে এ আসন শূন্য হয়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!