টাঙ্গাইলে এইচএসসি ও সমমানে পরীক্ষা শুরু হয়েছে॥ পরীক্ষার্থী ৩৭ হাজার ৩০৫
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সারাদেশের মত টাঙ্গাইলেও ১ এপ্রিল সোমবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা । প্রথম দিনে সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিতহয়।
সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রসহ শহরের বেশ কয়েকটি পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) মো. শাহরিয়ার রহমান প্রমুখ।
টাঙ্গাইলের এডিসি (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোহম্মদ সেলিম আহমদ জানান, টাঙ্গাইলের ১২ উপজেলায় ২৯টি কেন্দ্রে ২৯ হাজার ৩১৫ জন এইচএসসি পরীক্ষার্থী, ২০টি কেন্দ্রে ৬ হাজার ৫১৭জন বিজনেস ম্যানেজমেন্টে (বিএম) পরীক্ষার্থী, ১ টি কেন্দ্রে ৫৪ জন এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ও ১১টি কেন্দ্রে ১ হাজার ৪১৯ জন আলিম পরীক্ষার্থী অংশ নিয়েছে।