টাঙ্গাইলে কলার আবাদ করে বহু কৃষক এখন কোটিপতি
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় কলার আবাদ করে অনেকেই কোটিপতি হচ্ছেন। দিন দিন বাড়ছে কলার আবাদ। তবে শীতের কারণে এখন বাজার কিছুটা মন্দা হলেও সামনে এ সমস্যা কাটিয়ে উঠবে বলে জানান চাষীরা। তবে লাভের বিপুল পরিমাণ অংশ চলে যাচ্ছে দালাল, ফরিয়া ও খুচরা বিক্রেতার পকেটে।
চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। জেলার মধুপুর, ঘাটাইল, সখীপুর, কালিহাতীসহ বিভিন্ন উপজেলায় এবার ব্যাপক কলার আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ফলনও ভাল হয়েছে। কলার আবাদ করে কেউ কেউ এখন কোটিপতি। তাদের মধ্যে অন্যতম ঘাটাইলের সাগরদিঘীর আব্দুল কাদের। তিনি এবার এক কোটি ২০ লাখ টাকার কলা বিক্রি করেছেন। তার মধ্যে ৫০ লাখ টাকা লাভ হয়েছে। তার মত অনেকেই এখন কোটিপতি। তবে কলা আবাদের লভ্যাংশের সিংহভাগ চলে যাচ্ছে মধ্যসত্বভোগীদের পকেটে।