টাঙ্গাইলে ঘন কুয়াশায় বঙ্গবন্ধুসেতুতে যানবাহন চলাচলে ধীরগতি, ২০ কিমি দীর্ঘ যানজট সৃষ্টি
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে ঘন কুয়াশার কসরনে বঙ্গবন্ধু সেতুতে ধীরগতিতে যানচলাচল করছে। এর ফলে অতিরিক্ত গাড়ীর চাপে বঙ্গবন্ধুসেতু থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ২০ কিমি এলাকা জুড়ে খন্ড খন্ড যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে সেতুতে সতর্কতার সাথে চলাচল করতে ২০ ডিসেম্বর শুক্রবার লিফলেট বিতরণ করছে পুলিশ। সন্ধ্যার পর থেকে তীব্র কুয়াশা নেমে আসলে সেতুর উভয় পাশের টোলপ্লাজা হতে সীমিত আকারে যানবাহন ছাড়া হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এছাড়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু পূর্ব মহাসড়কের এলেঙ্গার ৩০০মিটার অংশের সড়ক সম্প্রসারণ কাজ ও খানাখন্দের কারণে পরিবহনগুলো ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। এবিষয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় পরিবহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।