টাঙ্গাইলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে ॥ বর্তমানে হাসপাতালে ভর্তি ৫০ জন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন করে ১১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। ২১ আগস্ট বুধবার হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছে ৫০ জন ডেঙ্গুরোগী।
টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সদর উদ্দিন জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। হাসপাতালে ভর্তিকৃতদের সু-চিকিৎসার জন্য চিকিৎসকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ডেঙ্গু আক্রান্তর সংখ্যা কমে আসছে।
টাঙ্গাইলে জেলায় সর্বমোট ৩৬৪জন ডেঙ্গু রোগী আক্রন্ত হয়ে ভর্তি হয়। এর মধ্যে ২৭৩ জন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ৪১ জন ডেঙ্গুরোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন স্থানান্তর করা হয়েছে। বর্তমানে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫০জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছে।