টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের ৫৪তম মৃত্যু বার্ষিকী পালিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের ৫৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ ১১ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির অংশ হিসেবে সকালে কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকায় শোক র্যালি, বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পন, কবর জিয়ারত, মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও দুপুরে পটল বাজারে আলোচনা সভার মধ্য দিয়ে তার মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কবি ও সিনিয়র সাংবাদিক আল-মুজাহিদী, শামছুল হক ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু সহ শামসুল হকের আত্মীয়-স্বজনগণ।
উল্লেখ্য, শামছুল হক মরহুম মহির উদ্দীন আনছারী সাহেবের বাড়ীতে ১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর শনিবার মারা যান। শামসুল হক ১৯১৮ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। তিনি আওয়ামী লীগের প্রথম এবং তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন।