টাঙ্গাইলে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বর্ণাঢ্য আয়োজনে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
টাঙ্গাইল সাধারন গ্রন্থাগার মিলনায়তনে ১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার আহবায়ক ঝান্ডা চাকলাদারের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব শাহীন আরা মিষ্টু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধাারন সম্পাদক মাহমুদ কামাল, নাট্যকার মাঈনুদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফেরদৌস আলম রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারন গ্রন্থাগারের সদস্য কবি নুরুল ইসলাম বাদল, কবি আশরাফ চৌধুরী, কাশীনাথ মজুমদার পিংকু, সুজয় দেব, নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), কবি উদয় শংকর পাল, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সদস্য মুহাঃ নজরুল ইসলাম খান (মিলন), এ কে পাঠান আইয়ুব, সারোয়ার রহিম, শাহিনা মাহমুদ, মোঃ নাঈম ইসলাম, আব্দুল লতিফ প্রমুখ।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।