টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৩ দালালকে কারাদন্ড
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৩ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৮ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম শাওন এ দন্ডাদেশ দেন। এর আগে বিকেলে টাঙ্গাইল পাসপোর্ট অফিসের আশপাশ থেকে তাদেরকে আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- শহিদুল ইসলাম (৫০), আলাউদ্দিন (৩২), কামরুল হাসান সাগর (২৫), মো. শাহিন (৪৫), আব্বাস উদ্দিন (৬০), মজনু খান (৫২), আবু সাঈদ (৩২), ইবনে সাঈদ (৫০), হারুনুর রশিদ (৪৮), শাহিন মিয়া (৩৫), তোতা মিয়া (৫০), মজিবর রহমান (৫০) এবং সায়মন আহমেদ বিপ্লব (৩৮)। দন্ডপ্রাপ্তদের বাড়ি টাঙ্গাইলের বিভিন্ন স্থানে।
এ ব্যাপারে জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) এসআই আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের আশপাশ থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে পাসপোর্স অফিসের লোকদের সাথে গোপনে লিয়াজো করে দালালি করে আসছিল।
এ অভিযানে সহযোগিতা করেন জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)।