টাঙ্গাইলে প্রশিক্ষনের মাধ্যমে চাকরী পেল ৫৬ জন বেকার যুবক॥
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে প্রশিক্ষনের মাধ্যমে চাকরী পেল ৫৬ জন বেকার যুবক। টাঙ্গাইলের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) ভোকেশনাল ট্রেনিং সেন্টারের তিনিটি ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ৫৬ জন বেকারকে যাচাই বাছাই করে সরাসরি নিয়োগপত্র দিয়েছে প্রাণ আর.এফ.এল কোম্পানি, স্ট্যান্ডার্ড গ্র“প এবং ডাচ বাংলা প্যাক লিমিটেড।
১৬ জুলাই সোমবার দুপুরে শহরের দেওলা বিজিএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠানে এ নিয়োগ দেওয়া হয়। এছাড়া এসময় প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র ও স্টার্ট আপ চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান আহমদ। বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর নির্বাহী পরিচালক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের উপ সচিব টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, শিক্ষাবিদ ড. জাহেদা আহমেদ, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ মহাব্যবস্থাপক মো. আবুল কাশেম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুল হামিদ। আলোচনা শেষে অতিথিরা তিনিটি ব্যাচের মোট ৭৫ জন প্রশিক্ষণার্থীদের সনদপত্র তুলে দেন। এছাড়া প্রাণ আর.এফ.এল কোম্পানি যাচাই বাছাই করে ৩০ জন, স্ট্যান্ডার্ড গ্র“প ২০ জন এবং ডাচ বাংলা প্যাক লিমিটেড ৬ জনকে সরাসরি নিয়োগপত্র দেন। এছাড়াও অতিথরা এসময় প্রশিক্ষণার্থীদের হাতে স্টার্ট আপ চেকও তুলে দেন। এসময় বাংলা জার্মান সম্প্রীতি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।