টাঙ্গাইলে বিএনপির দু’গ্রপের সংঘর্ষে আহত ২০,আটক ১১

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের কমিউিনিটি সেন্টারে আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে।

পুলিশ জানায়, সকাল থেকেই বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে লাঠিসোটা নিয়ে অবস্থান করে এবং হামলার প্রস্তুতি নেয়। টাঙ্গাইল প্রেসক্লাবের কমিউিনিটি সেন্টারে আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান শুরু হলে বিদ্রোহী গ্রপ হামলা চালায়। এসময় সভাস্থল থেকেও তাদের প্রতিরোধে নেতাকর্মীরা এগিয়ে যায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে লাঠিচার্জ ও চার রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ এবং ১২ রাউন্ড শর্টগানের গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে করে তাদের ছত্রবঙ্গ করে দেয়। এরপরও দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় ১১জনকে আটক করা হয়।

সংঘর্ষ চলাকালে টাঙ্গাইল সদর থানার এসআই আল মামুন ও কনস্টেবল ইসরাফিল সহ উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছে। আহত দুই পুলিশকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষ চলাকালে প্রেসক্লাব ও আশেপাশের এলাকায় আতংক ছড়িয়ে পরে। দোকানপাট বন্ধ হয়ে যায়। ব্যস্ততম সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, বিএনপি নামধারী কিছু নেতা সরকারি দলের সহায়তায় পুলিশের ছত্রছায়ায় সদস্য সংগ্রহ অভিযানে হামলা করে।
অপরদিকে জেলা বিএনপির ঘোষিত কমিটির পদত্যাগী সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এক তরফা ভাবে কমিটি গঠন করা হয়েছে। তাই বিক্ষুব্ধ কর্মীরা পকেট কমিটি আয়োজিত কর্মসূচীতে বিক্ষোভ করতে গিয়েছিল। তখন পকেট কমিটির লোকজন বিক্ষোভকারিদের উপর হামলা করে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, বিএনপির পদধারী ও পদবঞ্চিত দুই গ্রপের নেতাকর্মীরা শহরের নিরালা মোড়ে শহীদ মিনারে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিল। কিন্তু দুই গ্রপ পাল্টাপাল্টি সমাবেশ করবে তাই বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে আমরা কোন অনুমতি দেয়নি।

পরে বিএনপির একাংশ প্রেসক্লাবের কমিউিনিটি সেন্টারে সমাবেশ শুরু করে। এসময় বিদ্রোহী গ্রপ হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করি। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!