টাঙ্গাইলে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপিত হয়েছে। ১৭ মে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে টেলিকমিউনিশেন্স সার্ভিসের ভুমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুর মমিন খান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ’সহ সংশ্লিস্ট কর্মকর্তাগণ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল গাজী শাহেদ আনোযার ও বিটিসিএল এর উপ বিভাগীয় প্রকৌশলী সফিজ উদ্দিন।
শোভাযাত্রা ও সেমিনারে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ’সহ সকল শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করে।