টাঙ্গাইলে বেকার যুবদের জন্য ১১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর আয়োজনে বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ১১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ৫ আগস্ট সোমবার সকালে দেওলা প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএস-এর নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম। বিজিএস-এর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুর রহমান, মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার জোবায়ের সিদ্দিক, বিজিএস প্রোগ্রাম ম্যানেজার মো. জোবায়ের সিদ্দিক, বিজিএস প্রিন্সিপাল রফিকুল ইসলাম, ট্রেনিং অফিসার সুর্বণা দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শেড প্রজেক্ট কো-অর্ডিনেটর বিজিএস মো. আবু হাসান।
এসময় জেলার বিভিন্ন এলাকার বেকার যুবকদের মধ্যে ব্যবসা সহায়তার জন্য ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।