“টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেনতা বৃদ্ধির লক্ষে সেমিনার
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রনালয় “ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯” প্রচারের মাধ্যমে জনসচেনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক ইফতেখারুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ রেজা রিজভি, নির্বাহী ম্যাজিট্রেটগণ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল ব্যাবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মুস্তাফা লাবু সহ অন্যান্য কর্মকর্তাগণ। সেমিনারে বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ীরাও অংশগ্রহন করেন।