টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন॥
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগস্ট বুধবার সকাল ৮টায় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের পর প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোক র্যালী পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ.এস.এম সাইফুল্লাহ, প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল প্রভোস্ট ড. পিনাকী দে, জিয়াউর রহমান হল প্রভোস্ট ও মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মোঃ ইকবাল মাহমুদ, ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সাধারন সম্পাদক সাইদুর রহমান, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুসহ সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও এতিমদের জন্য ভোজের আয়োজন করা হয়।