টাঙ্গাইলে মাদক ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশি এর মতবিনিময় সভা
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“পুলিশই জনতা জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল পৌর এলাকার ১২নং ওয়ার্ডে মাদক ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে সোমবার বিকেলে ১২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান।
১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমিনুর রহমান আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহানুর আলম বিপিএম, কমিউনিটি পুলিশিং কমিটি টাঙ্গাইল মডেল থানার সিপিও মোশারফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ১২নং ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশ থেকে মাদক ও সন্ত্রাস, চাঁদাবাজ এবং জঙ্গিবাদ দুর করতে হলে পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশের একার পক্ষে সকল কাজ করা সম্ভব না। প্রত্যেকটি এলাকার মানুষ যদি তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে তাহলেই সেই এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থাকবে না।