টাঙ্গাইলে শিক্ষকদের দাবি আদায়ে মানববন্ধন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে সরকারি প্রাইমারী বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারনের দাবী বাস্তবায়নসহ ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ রবিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে টাঙ্গাইল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর সামনে পিটিআই এর ডিপিএড ও জেলার সহকারী শিক্ষকগণ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষকদেও নেতা ডিপিএড প্রশিক্ষনার্থী নাজমুল হুদা, ছানোয়ার হোসেন, শারমিন আক্তার প্রমুখ।
মানবন্ধনে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ২য় শ্রেণিতে মর্যাদা প্রদান করার দাবি জানান শিক্ষকরা।