টাঙ্গাইলে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা এবং কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৬ টা ৩৫মিনিটে ৩১ বার তোপধ্বনির পর টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান’সহ সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পন করে।
এছাড়াও পৃথকভাবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৮ টা ৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন-এর নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় র্যালি বের করা হয়। র্যালি শেষে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়-৭১-এর পাদদেশে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে টাঙ্গাইল স্টেডিয়ামে বিজয় দিবসের মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।