টাঙ্গাইলে হাইকেয়ার বধির স্কুলে হিয়ারিং সেন্টার উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে বাক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান হাই-কেয়ার বধির স্কুলে হিয়ারিং সেন্টার উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল রাইফেলস ক্লাব সংলগ্ন হাইকেয়ার (বধির) স্কুলে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইকেয়ার (বধির) স্কুলে হিয়ারিং সেন্টার ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বুরো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জাকির হোসেন, সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ডঃ শরিফুল ইসলাম রিপন, ঢাকা হাই কেয়ার বধির স্কুলের অধ্যক্ষ আব্দুস সালাম’সহ অন্যান্য সুধীজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইকেয়ার (বধির) স্কুলের প্রধান শিক্ষক ইসরাত জাহান। ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টাঙ্গাইলে বাক প্রতিবন্ধী শিশুদের ভাষা ও লেখাপড়া শিক্ষার অন্যতম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯০ সালের ৫ জানুয়ারি। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলেই মনে করেন প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা প্রয়োজন। তবেই আরো ব্যাপকভাবে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের ভাষা ও লেখাপড়া শেখা আধুনিক উপকরণের মাধ্যমে সহজ হবে। আরো বেশী সংখ্যক শ্রবণ প্রতিবন্ধী শিশু পড়ালেখার সুযোগ পাবে।