টাঙ্গাইল জেলখানা সংলগ্ন হরিজন পল্লীতে বাঁশের ব্রীজ ভেঙ্গে নিহত ১ আহত ৬
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল পৌর এলাকার জেলখানা সংলগ্ন হরিজন পল্লীতে ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে বাঁশের ব্রীজ ভেঙ্গে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
নিহত শুভা রানী রাথুত (৪০) হরিজন পল্লীর সুভল লাল রাও এর স্ত্রী, আহত বলাই হরিজন (৫৪), আনন্দ রাও (২৫), সালমান হরিজন (২৫), প্রিতম হরিজন (২২), অজয় হরিজন (২৭) ও বিশ্বনাথ হরিজন (৩৬) একই পল্লীর বাসিন্দা।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে সাত ঘটিকার সময় হরিজন পল্লীর শুভা রানী রাথুত হটাৎ অসুস্থ্য হয়ে পড়ে। ওই সময় প্রতিবেশীরা তাকে হাসপাতালে নেয়ার সময় ওই বাঁশের ব্রীজ ভেঙ্গে খালে পরে যায়।
আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার শুভা রানী (৪০) কে মৃত ঘোষনা করে।
টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মেয়র জরুরী ভিত্তিতে ওই স্থানে নতুন ব্রীজ করে দেয়ার ঘোষনা দেন। সেইসাথে শোভা রানীর মৃত্যুতে শোক প্রকাশ করে।