টাঙ্গাইল পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ এ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল যানজট মুক্ত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সের ১ম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা ছিল উৎসবমুখর ও যানজটমুক্ত।
৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা এবং বিকেল সাড়ে ৩ টা হতে সাড়ে ৪ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭ ডিসেম্বর শনিবার ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৩৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ১৬টি বিভাগে ৮১৫ টি আসনের জন্য মোট ৬৫ হাজার ৩শ’ ৬৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনে প্রতিদন্দ্বিতা করছে ৮০ জন শিক্ষার্থী।
এদিকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিরাপত্তা ব্যবস্থা, আবাসন, বিনা খরচে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত ও আপ্যায়নের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন’সহ টাঙ্গাইল জেলাবাসী। পরীক্ষার শেষ দিনে ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন তার কক্ষে উপস্থিত স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধীজন সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সচেতন টাঙ্গাইলবাসী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।