ট্রাক-মাইক্রোবাস সংর্ঘষে দুবাই প্রবাসী সহ নিহত ২ আহত ৬
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলার জলঢাকায় ট্রাক-মাইক্রোবাস সংর্ঘষে দুবাই প্রবাসী এক ব্যক্তিসহ ঘটনাস্থলেই দু’জন নিহত এবং ৬জন গুরুতর আহত হয়েছে।
থানা সুত্রে জানা যায়, শুক্রবার (২৬ মে) ভোর রাতে ঢাকা থেকে দুই দুবাই প্রবাসী তাদের পরিবার নিয়ে বাড়ী ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি জলঢাকা পেট্রোল ব্রীজ স্কেল সংলগ্ন স্থানের পূর্বে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৭৩৪০) কে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুবাই প্রবাসী ডিমলা উপজেলার ছাতনাই বাংলাপাড়া গ্রামের শাহানুর রহমানের ছেলে রফিকুল ইসলাস (৩৫) ও তার আত্মীয় একই গ্রামের হায়দার আলীর ছেলে লোকমান আলী (৩৬) ঘটনাস্থলেই মারা যান।
মাইক্রোবাসে থাকা ৬জন গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়। তবে, ট্রাক এবং মাইক্রোবাসের চালক পালিয়েছে ।
জলঢাকা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাফিজার রহমান জনান, গাড়ী দু’টি আটক রেখে লাশ দু’টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।