ডটবিডি ডোমেইনের চার ওয়েবসাইটে হানা
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান বিটিসিএল পরিচালিত ডটবিডি ডোমেইনের নিরাপত্তাগত ত্রুটি দেখিয়ে দিতে অভিনব এক প্রতিবাদ জানানো হয়েছে। এ ডেমেইনের চারটি ওয়েবসাইট হ্যাক করে বলা হয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিমন্ত্রী তারানা হালিম ও জুনাইদ আহমেদ পলক ভাইকে অনুরোধ করব আগে নিরাপত্তা নিশ্চিত করুন, তবেই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারব।
’গুগলডটকমডটবিডি, রবিডটকমডটবিডি, বাংলালিংকডটকমডটবিডি ও ইত্তেফাকডটকমডটবিডি—এই চারটি ওয়েবসাইটে গতকাল বগুড়ার সাইজার রহমান আকাশ নামের একজনের ফেসবুক পেজ দেখা যায়। তাতে লেখা, ‘বিটিসিএলের নিরাপত্তা/ত্রুটি নিয়ে আর কতবার বলব। গত ২৩ সেপ্টেম্বর যখন বিটিসিএলে ঢুকি, মন চাইল সব ডাউন করে দিয়ে দিই কিন্তু অবস্থা বেগতিক চিন্তা করে বিটিসিএলে ফোন লাগাই। কয়েক দফা চিল্লাপাল্লা করে সাময়িক সমাধান। কিন্তু না, উনাদের নিরাপত্তা নিয়ে সেম উদাসীন ভাব। ফলাফল গত ২০ ডিসেম্বর, পাকিস্তানি হ্যাকার হ্যাক করে বসল। মনে মনে ভাবি যে দেশের মধ্যেই যখন নিরাপত্তা নিয়ে উদাসীনতা, তখন যদি বাইরে থেকে আক্রমণ করে লজ্জা দেয় তাহলে দোষ কার? দোষ তাদের যারা বিটিসিএলের নিরাপত্তা/ত্রুটি নিয়ে অবহেলা করছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন ডটবাংলা ডোমেইন চালু করছেন, দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন কতিপয় লোকের অবহেলার কারণে দেশের সাইবার নিরাপত্তার দেয়াল খসে পড়ছে। ’
‘এবার আসি, আজকের ওয়েবসাইট হ্যাক নিয়ে। মূলত এটি কোনো হ্যাক নয়, আমিও হ্যাকার নই। চিন্তা করুন, বাংলাদেশের সব সরকারি অফিস, শিক্ষা অফিস, মন্ত্রণালয়, স্কুল, কলেজ, অপারেটর কম্পানি, গুগল, পত্রিকা, ই-কমার্স বন্ধ হয়ে গেলে কী হবে! জাস্ট বিটিসিএলের ত্রুটির জন্য। তবু কেন জানি উদাসীনতার ফলে কোনো নিরাপত্তাজনিত চিন্তাভাবনা তাদের মাথায় কাজ করে না, এমনকি কয়েক দফা ফোন করলেও না! পাকিস্তানি হ্যাকার লজ্জা দিয়ে যায়, তবু শিক্ষা হয় না। কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। তাই বছরের শেষ দিন কাজ করতে বাধ্য হচ্ছি। ’
‘গুগল, রবি, বাংলালিংক, ইত্তেফাকের মতো শীর্ষ সাইটগুলো জাস্ট উদাহরণ হিসেবে ডাউন এবং রিডাইরেক্ট করে দেওয়া হলো আমার প্রোফাইলে। এভাবে হাজার হাজার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া সম্ভব। ’
এরপর বলা হয়েছে, ‘দুঃখিত সাময়িক অসুবিধার জন্য। আশা করি দায়িত্বে থাকা ডেভেলপার দ্রুতই রিকভার করে নেবেন। বিটিসিএলকে ধরুন, তাদের শিক্ষা হওয়া উচিত। আমি চাই না দেশের সাইবার নিরাপত্তা অবস্থা দুর্বল হোক আর যে কেউ এসে দেশের ক্ষতি করে চলে যাক। আবারও বলি, এটি কোনো হ্যাক নয়, আমিও কোনো হ্যাকার নই। ’
গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ইত্তেফাকের ওয়েবসাইটে এ সমস্যা বহাল ছিল।
এ বিষয়ে ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজি অফিসার সুমন আহমেদ সাবির কালের কণ্ঠকে বলেন, ‘পাকিস্তান থেকে কিছুদিন আগে হ্যাক করার যে তথ্য জানানো হয়েছে সেটি সঠিক। এবার দেশ থেকেই এটা করা হলো। এ ক্ষেত্রে হ্যাকার নিরাপত্তার যে সমস্যার কথা বলেছে তাও সঠিক। ডটবিডিডটকমের এই দুর্বলতা খুবই বিপজ্জনক। ’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ কালের কণ্ঠকে বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে সমস্যাটির সমাধান হয়েছে। ইত্তেফাকের নিজস্ব কোনো সমস্যার কারণে দেরি হতে পারে। তাদের কী করতে হবে তা জানানো হয়েছে। ’
মীর মোহাম্মদ মোরশেদ আরো বলেন, ‘ডটবাংলা ডেমেইনের ক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যা হবে না। কারণ এর জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ডটবিডি ডোমেইনকেও একই নিরাপত্তাব্যবস্থায় নিয়ে আসার কাজ চলছে। আগামী দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে এ ডেমেইনের নিরাপত্তাগত কোনো সমস্যা থাকবে না। ’