ডামুড্যায় মৎস্য চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত।
সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শরীয়তপুর ডামুড্যা মৎস্য দপ্তরেরর আয়োজনে অনুস্ঠিত হয়। ২০১৬-২০১৭ অর্থ বছরে “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্পসারণ প্রকল্প (২য় পর্যায়)”এর আওতায় সুভলবোগীদের অংশতগ্রহনে।
সোমবার ১১ টায় ডামুড্যা উপজেলার,ইসলাম পুর, ইউনিয়নের, ঝিকরকাঠি গ্রামে নুরুল আমিন সরদারের পুকুর পারে অনুস্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আঃ সালাম , বিশেষ অতিথি ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিন উদ্দিন ঢালী, প্রকল্প বাস্তবায়ন অফিসার নিউটন বাইন,উপজেলা প্রানিসম্পদ অফিসার আহসান উল্লাহ মানিক, উপসহকারী প্রকৌশলী সুবির কুমার সাহা, উপস্থিত ছিলেন মৎস্য চাষী মোক্তার হোসেন,নুরুল আমিন, আশিকুর রহমান সহ স্তানীয় সুফলভোগীগন।