ডুফা ক্লাবের সভাপতি পুনঃনির্বাচিত হলেন রফিকউল্লাহ রোমেল এবং সাধারণ সম্পাদক নাহিদ হোসেন
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ সেশনের শিক্ষার্থীদের সংগঠন ডুফা,র সদস্যদের নিয়ে গঠিত ” ডুফা ক্লাব”,র প্রথম বার্ষিক সাধারণ সভা গত ১৮ নভেম্বর ২০২৩ তারিখে বনানীস্হ ডুফা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভার কার্য্যক্রম শেষে আগামী ২ বছরের জন্য ক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১৩ সদস্য বিশিষ্ট ” বোর্ড অব ডিরেক্টরস” নির্বাচিত হয়। গঠনতন্ত্র মোতাবেক নতুন বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে এ এস এম রফিকউল্লাহ রোমেলকে সভাপতি ও নাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক ও মোশাররফ হোসেন ভূঁইয়াকে কোষাধ্যক্ষ নির্বাচন করেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন- টি এম নুরুল আমীন প্যারিস, সুজন মাহমুদ, ইজাবুল হক তুহিন, খান মেজবাউল আলম টুটুল, গাজী শেখ ফরিদ আহমেদ, আমিরুল ইসলাম আমু, জাকারিয়া আলম মামুন, শ্যামলী বেগম, মোঃ শাহআলম এবং মোঃ শোয়েব আহমেদ চৌধুরী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এ্যাডভোকেট ওবায়দুল হক বিশ্বাস, অন্য দুই জন নির্বাচন কমিশনার ছিলেন মোঃ মোজাম্মেল হক ও ফাহমিদা আক্তার শিলা।