ডুবে মৃত্যু যুবকের, সাহায্যের বদলে বন্ধুরা ব্যস্ত তাঁর ভিডিও তুলতে!
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
এক বন্ধু জলে ডুবে যাচ্ছেন। আর অন্যরা তাঁকে সাহায্য করার বদলে দাঁড়িয়ে দেখছেন, কেউ বা ভিডিও তুলছেন তাঁর ডুবে যাওয়ার। কর্নাটকের এমনই একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। জলে ঢুবে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কর্নাটকের কালাবুরাগি এলাকার একটি জলাশয়ে জনা দশেক বন্ধু মিলেগিয়েছিলেন সাঁতার কাটতে। এই জলাশয়টি আসলে একচটি পাথার খাদানের অংশ। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক জলে ঝাঁপ দিচ্ছেন। তিনি সাঁতার কেটে উঠে আসার পর অন্য এক যুবক জলে ঝাঁপ দেন। তাঁকেও প্রথমে কোনও রকমে সাঁতার কাটতেই দেখা যায়। কিন্তু একটু পরেই তিনি ডুবে যেতে থাকেন। সাহায্যের জন্য অন্যদের দিকে হাত বাড়ান জল থেকে।
আসলে এই যুবক ভাল সাঁতার জানতেন না। উত্সাহের বশে জলে ঝাঁপ দেন। কিন্তু সাঁতার কেটে আর পাড়ে ফিরে আসতে পারেননি। পাড়ের কাছে চলে এলেও দম ফুরিয়ে যাওয়ায় অন্যদের কাছে সাহায্য চাইতে থাকেন। কিন্তু পাড়ে যাঁরা ছিলেন তাঁরা সম্ভবত বুঝতে পারেননি ঘটনার গুরুত্ব। তাঁরা হয়তো ভেবেছিলেন, উঠে আসবেন ওই যুবক। কিন্তু শেষ পর্যন্ত জলে ডুবেই যান তিনি।