ডুমুরিয়ার বান্দায় এক চা’র দোকানে টাইমবোমা বিষ্ফোরণে জনমনে আতংক
বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ডুমুরিয়ার বান্দা ছোট বাজারে যতিন্দ্রনাথ গাতিদারের চায়ের দোকানে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টাইম বোমা বিষ্ফোরণ হয়েছে। বিষ্ফোরণের কিছুক্ষন আগে অজ্ঞাত এক যুবক ওই বোমাটি কৌশলে দোকানের মধ্যে রেখে যায়। বোমার বিষ্ফোরণের বিকট শব্দে স্থানীয় মানুষ হতভম্ব হয়ে যায়। মুহুর্তের মধ্যে গোটা চায়ের দোকানে ধোয়া ধোয়া হয়ে যায়। এসময়ে চায়ের দোকানে থাকা ১৫/২০জন মানুষ আতংকে দিকবিদিক ছুটে পালায়। তবে বোমাটি ড্যামেজ থাকার কারণে বড় ধরণের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত অনুমান সোয়া ৮টার দিকে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা গ্রামস্থ ছোট বাজারে মৃত জগিন্দ্রনাথ গাতিদারের ছেলে যতিন্দ্রনাথ গাতিদার(৩৫) এর চায়ের দোকানের মধ্যে স্থানীয় লোকজন বসে চা পান করাসহ টেলিভিশন দেখছিল। তখন একটি ব্যাগ কাঁদে অজ্ঞাতনামা একজন ব্যাক্তি(২৫) এসে ওই চায়ের দোকানে প্রবেশ করে এবং ঘরের মধ্যে থাকা একটি চৌকি খাটের উপর বসে কৌশলে তার ব্যাগটি খাটের নিচে রাখে। ওই ব্যাক্তি দোকানে বসে কেক খায় এবং একটি ডার্বি সিগারেট চায়। তখন দোকানদার ডার্বি সিগারেট নাই বললে সে ব্যাগটি না নিয়ে চলে যায়। এর কিছুক্ষন পরে (৫ থেকে ৭ মিনিট) ওই ব্যাগের মধ্যে থাকা বোমাটি বিষ্ফোরিত হয়। বোমাটি সম্পূর্ণভাবে বিষ্ফোরিত না হওয়ায় দোকানে থাকাসহ আশপাশের কোন লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু বোমা বিষ্ফোরণের ফলে এলাকায় জনমনে আতংক বিরাজ করছে। সংবাদ পাইয়া র্যাবের উর্দ্ধতন কর্মকর্তাসহ র্যাবের বোমা বিশেষজ্ঞ টীম তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে এসে বিষ্ফোরিত বোমার অংশ বিশেষ পর্যবেক্ষন করেন। থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, একটি ছোটমাপের স্টিলের তৈরি প্রেসার কুকারের মধ্যে বিষ্ফোরকদ্রব্য হিসাবে সাইকেলের ছোট ছোট বল, ছোট নাট ও ছোট সাইজের পেরেকসহ বোমা তৈরির সরঞ্জমাদি দিয়ে প্রেসার কুকারের গায়ে প্লাস্টিকের একটি টেবিল ঘড়ি সেট করে বিশেষভাবে ওই বোমাটি তৈরি। ফিষ্ফোরিত বোমার সরঞ্জমাদি জব্ধ করা হয়েছে। তবে বিষ্ফোরিত বোমার শক্তি নিয়ে বিশেষজ্ঞ র্যাবের একটি টীম পর্যবেক্ষন করছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে বোমাটি বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টিসহ সম্পদ ও প্রাননাশের ক্ষয়ক্ষতি করতে এসেছিল। এ ঘটনায় থানায় অজ্ঞাত আসামীদের নামে বিষ্ফোরক উপাদানবলী আইন ১৯০৮ এর ৩/৪ ধারায় একটি মামলা করা হয়েছে। যার নং-৩৭। শুক্রবার দুপুরে ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ পরিদর্শন করেছেন। এসময়ে প্রতিমন্ত্রী সকলকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, অপরিচিতি কোন ব্যাক্তির সন্দেহজনক চলাফেরা দেখলে থানা পুলিশকে অবগত করবেন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।